সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

মৃত্যুর মুখ থেকে ফিরে সুস্থ হয়ে বাড়ি ফিরছে কল্পনা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম

সুস্থ হয়ে বাড়ি ফিরছে ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনা। ঢাকা মেডিকেলে তিনমাস ১০ দিনের চিকিৎসা শেষে অনেকটাই সুস্থ এখন সে। নির্যাতনে ভেঙে ফেলা চারটি দাঁত কৃত্রিমভাবে লাগানো হয়েছে তবে স্থায়ী দাঁত লাগানোর চিকিৎসা চলবে।

কল্পনার আইনজীবী জানান, অভিযুক্ত দিনাত জাহান ও তার ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইনি লড়াই চলছে। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে একাত্তর টেলিভিশনের সহযোগিতায় কল্পনাকে উদ্ধার করা হয়। আটক করা হয় বাসার মালিক তরুণী দিনাত জাহানকে। ওই বাসায় কল্পনা চার বছর ধরে ছিল।

মৃত্যুর মুখ থেকে নতুন জীবন খুঁজে পেয়েছেন ভয়াবহ নির্যাতনের শিকার গৃহকর্মী কল্পনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন মাস দশ দিন চিকিৎসা শেষে কল্পনার এবার বাড়ি ফেরার পালা। তবে কল্পনার সামনের চারটি স্থায়ী দাঁত লাগতে কিছু দিন পর আবার তাকে ঢাকায় আসতে হবে।

অভিযুক্ত দিনাত জাহান আদর

একটু ভালো থাকার আশায় হবিগঞ্জ থেকে ঢাকায় এসে গৃহকর্মীর কাজ নেয়া কল্পনাকে নির্মম নির্যাতনের শিকার হয় বেশ কয়েক বছর ধরে। গত বছর ১৯ অক্টোবর একাত্তর টিভির সহযোগিতায় কল্পনাকে উদ্ধারের পর চিকিৎসা শুরু হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

নির্যাতনে কল্পনার ওপরের পাটির সামনের চারটি দাঁত ভেঙে গেছে। হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় মারধর ও ছ্যাঁকার ক্ষত। একদিকে মারধর, অন্যদিকে রক্তশূন্যতা। শারীরিক সমস্যার সঙ্গে আছে মানসিক ট্রমাও।

বেশ কয়েকটি সফল অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ কল্পনা। নতুন জীবন ফিরে পেয়ে  পরিবারের সাথে থাকতে চায় সে। করতে চায় পড়াশুনা। কল্পনার পরিবার তাকে আর কাজে পাঠাবে না। তবে সরকারি বেসরকারি সহযোগিতা পেলে কল্পনার বেঁচে থাকা সহজ হবে বলে মনে করেন তার মা আফিয়া বেগম।

কল্পনার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান নাসির উদ্দিন বলেন, কল্পনার মনোবল দৃঢ় ছিল বলেই গুরুতর সব জখম নিয়েও সে দ্রুত সেরে উঠেছে। মোহাম্মদ নাসির উদ্দীন জানান, কল্পনার শরীরের বিভিন্ন জায়গায় চামড়া লাগাতে হয়েছে। কল্পনার দাঁতের চিকিৎসা হয়েছে, তবে আরও কিছু বাকি আছে, যা চলবে।

কল্পনারা পাঁচ বোন, এক ভাই। বাবা শরিফ মিয়া কাঠমিস্ত্রির কাজ করেন। থাকেন সিলেটের হবিগঞ্জে। সমাজ সেবা অধিদপ্তর বলছে, হবিগঞ্জে কল্পনার পড়াশোনা ও নিয়মিত খোঁজ খবর রাখতে ঢাকা অফিস থেকে নির্দেশনা দেয়া হয়েছে।

মেয়েকে মারধরের অভিযোগে কল্পনার মা আফিয়া বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে ভাটারা থানায় দিনাত জাহানের বিরুদ্ধে মামলা করেছেন।

কল্পনার আইনজীবী ফাহমিদা আক্তার জানিয়েছেন, কল্পনাকে নির্যাতনে অভিযুক্ত দিনাত জাহান আদর ও ভাই আনান কারাগারে আছে।

 

এআরএস
আয়করের এক যুগ্ম কমিশনারের বিলাসী জীবনের গল্প এখন ‘টক অব দ্য এনবিআর’। মাসে ৮০ হাজার টাকা বেতন পাওয়া এই কর্মকর্তা থাকেন দেশের সবচেয়ে বিলাসবহুল এলাকা বারিধারার কূটনৈতিক জোনে প্রায় ১২ কোটি টাকার...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যায় বাড়ছে। নকশায় পরিবর্তন, পানি-বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরের কারণে এই খরচ বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। এসব কারণে নির্ধারিত সময়ে...
রোজায় সেহরি ইফতারি এমনকি গৃহস্থালির কাজে মিলছে না পানি। গত ১০ দিন ধরে পানির জন্য হাহাকার রাজধানীর শেওড়াপাড়ায়। বাইরে বাড়তি দামেও মিলছে না পানি।
পুরান ঢাকার আগামসি লেনে ১২ বছর ধরে চলছে জলাবদ্ধতা। কত কত ভোগান্তি, কত জায়গায় ধর্না দিলেও হয়নি সমাধান। মান্ধাতা আমলের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না হওয়ায় এমন ভোগান্তি। 
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত