রাজধানীর প্রগতি সরণির কুড়িলের সড়ক আটকে অবস্থানের পর ফিরে গেছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে ওই সড়কে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ ছিলো।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার পর তারা সড়কে অবস্থান নেন। পরে সাড়ে ১২টার দিকে ফিরে যান।
পুলিশ জানিয়েছে, বেতন-ভাতা সংক্রান্ত বিষয়ে তারা সড়কে অবস্থান নিয়েছিলেন।