ঈদুল ফিতরের ৯ দিনের ছুটি শেষ হচ্ছে শনিবার। রোববার (৬ জুলাই) থেকে শুরু হতে যাচ্ছে এপ্রিল মাসের কার্য দিবস শুরু। ছুটির শেষ দিনে রাজধানী ঢাকায় বিভিন্ন পথে মানুষ দলে দলে ফিরতে শুরু করেছেন।
শনিবার (৫ জুলাই) সকালে সরেজমিন, রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদর ঘাট, গাবতলীসহ ঢাকার বাইরে পাটুরিয়া ঘাটে বিপুল মানুষকে ঢাকায় ফিরতে দেখা গেছে।
কমলাপুর
এদিন সকাল থেকে ঢাকায় আসা ট্রেনগুলোতে বিপুল মানুষ দেখা গেছে। যাত্রীরা জানান, কমলাপুরে যতো মানুষ দেখা যাচ্ছে, এমন একটা অংশ নেমে গেছে বিমানবন্দর স্টেশনে। স্টেশন সূত্র বলছে, আজকে রেলপথে ব্যাপক মানুষ ফেরার সম্ভাবনা আছে।
গাবতলী
ফিরতি মানুষের একই চিত্র দেখা গেছে গাবতলীতে। সকাল থেকে উত্তরাঞ্চলসহ দক্ষিণের দূর পাল্লার বাসগুলো যাত্রী বোঝাই করে ঢাকায় ঢুকেছে। যাত্রীরা বলছেন, ফিরতি পথে এখনও তেমন কোনো যানজটের কবলে পড়েন নাই তারা। তবে বেলা গড়ানো সঙ্গে সঙ্গে ঢাকায় ফিরতি মানুষের সংখ্যা কয়েকগুণ বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন বাস টার্মিনাল সংশ্লিষ্টরা।
সদরঘাট
সদরঘাটে রাজধানীতে ফেরা আসা মানুষের সংখ্যা বেড়েছে। সংশ্লিষ্টদের ধারণা, রোববারও একই ধরনের ভিড় থাকবে।
লঞ্চ কর্মীরা বলছেন, গত দুই দিনের চেয়ে আজ ভিড় বেশি। ঢাকায় ফেরা প্রায় সব লঞ্চ যাত্রীদের রেখে আবার বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার উদ্দেশ্য ছেড়ে গেছে। ফলে টার্মিনালে মানুষ জট ও জনদুর্ভোগ লক্ষ্য করা গেছে। টার্মিনাল থেকে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে।
সদরঘাট কর্তৃপক্ষের তথ্য বলছে, সকাল আটটা পর্যন্ত সদরঘাটে ৭০-৭৫টি লঞ্চ দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় এসেছে।
পাটুরিয়া, মানিকগঞ্জ
পাটুরিয়া ঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মানুষ ঢাকা ফিরতে শুরু করেছেন।শনিবার সকাল থেকেই মানিকগঞ্জের পাটুরিয়াঘাটে ফেরি ও লঞ্চে চড়ে আসতে থাকে কর্মস্থলগামী মানুষজন।
আসতে কোনো ধরণের ভোগান্তি না থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
এদিকে বাড়তি ভাড়া রোধে ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছেন শিবালয় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অতিরিক্ত যাত্রী বহনের দায়ে দুটি লঞ্চকে ২৬ হাজার টাকা ও দুইটি বাসকে ছয় হাজার টাকা জরিমানা করেছে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, নির্বিঘ্নে ও নিরাপদে যাত্রী পারাপারের জন্য পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি ও ২০ লঞ্চ নিয়োজিত আছে।