‘বাংলার উৎসব’ ১৪৩২ কে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বহুমুখী আয়োজন করেছে।
রোববার (১৩ এপ্রিল) সকালে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন উদ্বোধন অনুষ্ঠান শুরু হয় আবাহনী সংগীতের মাধ্যমে।
উৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, বাংলার কৃষক বংলার প্রাণ। লালন সাধকদের উদ্দেশ্যে বলেন, তারা প্রকৃতির প্রাণ।
তিনি সাধুদের সাথে সমস্বরে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন। এসময় সমগীত, লালনগীতি ছাড়াও অনুষ্ঠানে কৃষকেরা নিজেদের গীত রচনায় গান পরিবেশন করেন।
বিভিন্ন পদের ভর্তার সাথে বাহারি বাঙালি খাবারসহ বাংলা সংস্কৃতির নানান বর্ণিল আয়োজনে সাজানো হয় এ উৎসব।