রাজধানী ঢাকার বাংলাবাজারে চার তলা ভবনে আগুন লেগেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটির ছাদে থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই আগুন নেভানোর কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ছয়টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
পরে সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিস জানায়, দুটি ইউনিট ওই চার তলা ভবনের আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।