নিজেদের কর্তৃত্ব, লুটপাট আর দুর্নীতি কমে যাবে বলে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে সরকার বসাচ্ছে না বলে অভিযোগ করেছেন তার সমর্থকরা। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদালতের রায় আর নির্বাচন কমিশনের গেজেট বাস্তবায়ন না হবে ততক্ষণ প্রধান উপদেষ্টার বাসার সামনে থেকে সরবেন না তারা।
বুধবার (২১ মে) দিনগত মধ্যরাতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকার রাজপথ। ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে বসানোর দাবিতে দুপুর থেকেই প্রধান উপদেষ্টা বাস ভবনের সামনে তার সমর্থকদের এই অবস্থান।
আন্দোলনকারীদের দাবি আদালতের রায়ের পর নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশিত হওয়ার পরও অদৃশ্য কোনো কারণে তাদের নেতাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে না।
ইশরাক হোসেনের সমর্থকদের দাবি, নিজেদের ক্ষমতা কমে যাওয়ায় ভয়ে বৈধ হওয়ার পরও তাদের নেতাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে না কতিপয় উপদেষ্টারা।
তারা হুঁশিয়ারি দেন যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়া না হবে ততক্ষণই চলবে এই আন্দোলন।
প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের আগে প্রায় এক সপ্তাহ একই দাবিতে বিক্ষোভ অবস্থান ও ব্লকেড কর্মসূচি পালন করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা।