বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগরভবনের সামনে মঙ্গলবারও (১৭ জুন) অবস্থান কর্মসূচি পালন করছে ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের কর্মচারীদের একাংশ ও তার সমর্থকরা।
সকাল থেকেই নগরভবনের মূল ফটকের সামনে ও ভবন ভেতরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনকারীরা বলছেন, দুই দফায় কোর্ট রায় দেওয়া স্বত্বেও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্বেচ্ছাচারিতার কারণে তিনি শপথ নিতে পারছেন না বলে অভিযোগ তাদের।
এদিকে অবস্থান কর্মসূচির ফলে আজও বন্ধ রয়েছে নগরভবনের সব কার্যক্রম।