সিলেটের কুলাউড়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে আবু হোসেন তালহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাদিপুরের গুপ্তগ্রামে এ ঘটনা ঘটে। মৃত তালহা উপজেলার উত্তর কুলাউড়া এলাকার জাকির হোসেন লিটনের ছেলে।
জানা যায়, মায়ের সাথে তিন মাস আগে তালহা তার নানার বাড়িতে বেড়াতে যায়। রোববার প্রতিদিনের মতো বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল সে।
খেলার এক ফাঁকে নানা বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে ডুবে যায়।
আরও পড়ুন: ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
পরে স্বজনরা খোঁজাখুঁজি করে খাল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু তালহাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক অপু দাসগুপ্ত তালহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।