ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় মহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় মাহিম (৩) নামে এক শিশু মারা গেছে।
শনিবার (১৯ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম উপজেলার পশ্চিম বনগাঁও মৌলভীপাড়া গ্রামের আল আমিন বাবুলের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে মাহিম পশ্চিম বনগাঁও মৌলভীপাড়া এলাকায় বাড়ির পাশে খেলা করতে করতে রাস্তায় দৌড় দেয়। এসময় দ্রুত গতির একটি মাহেন্দ্র ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তার বাম কানে আঘাত লেগে রক্ত ঝরতে থাকে।
আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত দুই
স্থানীয়রা মাহিমকে উদ্ধার করে হাসপাতালে রওনা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরসহ মহেন্দ্র ট্রাক্টরটি আটক করা হয়েছে। এবং লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একাত্তর/এসজে