ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বীরাঙ্গনা হুনুফা বেগম (৭৭) মৃত্যুবরণ করেছেন।
রোববার (২০ মার্চ) সকাল ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত: শাহাবউদ্দিনের স্ত্রী।
সকাল ১১টায় নিজ বাড়িতে হুনুফা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিফ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম রব্বানী, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এক দোকানেই মজুদ ২০ হাজার লিটার তেল
পরে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।
একাত্তর/এসজে