কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া থেকে দেড় শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা মূলত মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন।
সোমবার (২১ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে সোনাদিয়ায় মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। রোববার ভোরে তাদের মালয়েশিয়া নেয়ার কথা বলে ট্রলারে তোলে দালালরা। পরে সোনাদিয়ার চরকে মালয়েশিয়া বলে নামিয়ে দেয় দালালেরা। পরে সোমবার বিকেলে ঘটিভাঙা ফরেস্ট থেকে তাদের আটক করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আশিক ইকবাল বলেন, মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে এই দেড় শতাধিক রোহিঙ্গাদের আটক করা হয়।
একাত্তর/এআর