সেকশন

শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
 

কমদামে আরেকটু বেশি পণ্য চায় মানুষ

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৮:৪১ পিএম

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ। তবে আরেকটু কমদাম আর পণ্যের পরিমাণ বাড়ানোর কথা বলছেন সবাই।

এদিকে জনপ্রতিনিধিরা জানান, চাহিদা বেশি থাকলেও কার্ডের সংখ্যা কম বলে সবাই স্বল্পমূল্যের পণ্য পাচ্ছেন না। 

টিসিবির লাইনে পণ্যের জন্য অপেক্ষা করছেন গাজীপুরের পশ্চিম জয়দেবপুর এলাকার আনোয়ারা বেগম।

তিনি বলেন, ছয় নাতনী আর দুই ছেলের বউ নিয়ে তার বড় সংসারে অভাব। তাই পণ্যের পরিমাণ আরেকটু বেশি হলে ভালো হতো। 

নিত্যপণ্যের দাম বাড়ায় বড় সংসারে আছেন দারুন অভাব-অনটনে। লাইনে দাঁড়িয়ে যেটুকু পণ্য পেয়েছেন তাতে সন্তুষ্ট হতে পারছেন না তিনি। একইভাবে অন্যরাও চাইছেন কম দামে আরও বেশি পণ্য।

জনপ্রতিনিধিরা বলছেন, চাহিদা অনুপাতে কার্ডের সংখ্যা ও পণ্য কম।

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হান্নান মিয়া বলেন, এলাকার ভোটার অনুপাতে সংখ্যা সিটি কর্পোরেশন থেকে নির্ধারণ করে দেওয়ায় চাহিদা থাকলেও তারা বেশি সংখ্যক মানুষকে দিতে পারছেন না। 

টিসিবির পণ্য কিনছেন খুলনার খালিশপুরের অটোরিক্সাচালক মোখলেসুর রহমানও। তিনি বলেন, সংসারে ব্যয় বাড়লেও আয় বাড়েনি। তাই নিত্যপণ্যের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন তিনি। টিসিবির স্বল্পমূল্যের পণ্য পেয়ে কিছুটা সাশ্রয় হচ্ছে বলেও জানান তিনি। 

এদিকে চট্টগ্রামে পণ্যের জন্য টিসিবির লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ। তারপরও কমমূল্যে পণ্য পেয়ে খুশি চট্টগ্রামের স্বল্প আয়ের মানুষ। তবে তারাও বলেন আরেকটু বেশি পরিমাণের কথা। 

এদিকে, রাজশাহীতে একটু ভিন্ন চিত্র। দিন যত গড়াচ্ছে টিসিবির পণ্য বিক্রিতে ততই দেখা দিচ্ছে নানান অনিয়ম।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও গাড়ির দেখা না পেয়ে ক্ষুদ্ধ অপেক্ষায় থাকা মানুষ। 

আর বুধবার রংপুরে টিসিবির পণ্য পেয়েছেন প্রায় সাড়ে পাঁচ হাজার পরিবার । 

একাত্তর/জো

রাঙ্গামাটিতে টিসিবি পণ্য সাধারণ কার্ডধারীদের না দিয়ে দোকানে রেখে বিক্রি করা হচ্ছিলো। খবর পেয়ে দুটি দোকান থেকে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। পরে ওই দোকান দুটিতে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ জনের নামে বরাদ্দ টিসিবি পণ্য পাচারের সময় তা আটক করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, এই কাজের সঙ্গে ডিলারও জড়িত রয়েছেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে আবারও পণ্যগুলো বিতরণ করা হয়।শনিবার (২৫...
কিশোরগঞ্জের করিমগঞ্জে অবৈধভাবে মজুদকৃত এক হাজার তিনশ' ৮৬ লিটার টিসিবির তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠান আব্দুল্লাহ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা...
কুমিল্লায় দরিদ্র মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুমিল্লা নগ‌রের ম‌নোহ‌পুর এলাকায় এর উদ্বোধন করেন কুমিল্লা সিটি...
নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুতই সংসদ নির্বাচন দেয়ার কথা জাতিসংঘকে জানিয়েছে বিএনপি। আর সুষ্ঠু নির্বাচনের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে জাতীয় নাগরিক পার্টি...
ইরানের পরমাণু ইস্যু নিয়ে বেইজিংয়ে চীন, রাশিয়া ও ইরানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে যোগাযোগ জোরদার ও পরমাণু ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার পথ প্রশস্ত করার প্রস্তাব এসেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে...
নতুন দল গঠন করে ছাত্রনেতারা যে বক্তব্য দিচ্ছে তাতে আবারও ১/১১ এর মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়কার মতো ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত