পটুয়াখালীর গলাচিপায় এক কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে গলাচিপার দুর্গম চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গলাচিপা পৌরসভার মুসলিম পাড়ার বেল্লাল মোল্লার ছেলে রাকিব মোল্লা (৩৫) ও রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামের মৃত খলিল চৌকিদারের ছেলে মো. শাহাজাদা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরআগস্তি গ্রামের আনসার হাওলাদারের দোকানের পশ্চিম পাশে খাসিরচর নদীর পাড় হতে এক কেজি গাঁজাসহ এই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গলাচিপা থানা পুলিশ।
চরকাজল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক তারেক মাহমুদ জানান, পুলিশ বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছে।
একাত্তর/জো