চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় শতাধিক ব্যক্তিকে আসামি করে ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (৭ আগস্ট) রাতে পুলিশের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন। বিক্ষোভের পরপরই আটক ৯ জন এবং পরে আটক আরও তিনজনসহ ১২ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তার ১২ জনের মধ্যে রয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু ও পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক জুয়েল রানা।
ওসি আরও জানান, শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আলহাজ্ব মো. গোলাম কবিরকে প্রধান আসামি করে মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং প্রায় একশ' জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
তবে মামলার তদন্তের স্বার্থে বাকি আসামিদের নাম পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: শরণখোলায় ৬০ সাইক্লোন শেল্টার নির্মাণের প্রতিশ্রুতি
প্রসঙ্গত, জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও ভোলায় দুই নেতার নিহতের প্রতিবাদে রোববার বিকেলে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. শাহজাহান আলীর বাসভবন থেকে একটি মিছিল বের করে জেলা কৃষকদল। শহর প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক মোড়ে পথসভা করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
এসময় সংঘর্ষ বাধলে দুইটি মোটরসাইকেল, তিনটি দোকান এবং ইসলামী ব্যাংকের সাইনবোর্ড ও জানালা ভাংচুর করে বিক্ষুব্ধরা। পরে ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
একাত্তর/এসজে