সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
 

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর: শতাধিকের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১২:৪৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষকদলের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় শতাধিক ব্যক্তিকে আসামি করে ১২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রোববার (৭ আগস্ট) রাতে পুলিশের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন। বিক্ষোভের পরপরই আটক ৯ জন এবং পরে আটক আরও তিনজনসহ ১২ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তার ১২ জনের মধ্যে রয়েছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু ও পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক  জুয়েল রানা। 

ওসি আরও জানান, শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আলহাজ্ব মো. গোলাম কবিরকে প্রধান আসামি করে মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং প্রায় একশ' জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

তবে মামলার তদন্তের স্বার্থে বাকি আসামিদের নাম পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন: শরণখোলায় ৬০ সাইক্লোন শেল্টার নির্মাণের প্রতিশ্রুতি

প্রসঙ্গত, জ্বালানী তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও ভোলায় দুই নেতার নিহতের প্রতিবাদে রোববার বিকেলে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. শাহজাহান আলীর বাসভবন থেকে একটি মিছিল বের করে জেলা কৃষকদল। শহর প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংক মোড়ে পথসভা করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

এসময় সংঘর্ষ বাধলে দুইটি মোটরসাইকেল, তিনটি দোকান এবং ইসলামী ব্যাংকের সাইনবোর্ড ও জানালা ভাংচুর করে বিক্ষুব্ধরা। পরে ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


একাত্তর/এসজে

হবিগঞ্জে একটি গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অর্ধশতাধিক। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শতাধিক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
রূপগঞ্জে গার্মেন্টসে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় সেনাকর্মকর্তা, পুলিশ ও শ্রমিকসহ...
লক্ষ্মীপুরে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। এসময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও হামলা চালানো হয়েছে।...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্যসাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ।
ইরানের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৮০০ জন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন।
উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
আন্তঃধর্ম সংলাপ বিষয়ক বিভাগের (ডিকাস্টেরি) কার্ডিনাল প্রিফেক্ট জর্জ জ্যাকব কুভাকাড রোমে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার হোটেলে সাক্ষাৎ করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত