কুয়াকাটায় সমুদ্রে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। সোমবার (২২ আগস্ট) দুপুর দুইটার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটকের নাম সবুজ (২৮)। তার বাড়ি বগুড়ার জেলার শাজাহানপুর উপজেলায়। তিনি একটি মোবাইল হ্যান্ডসেট কোম্পানির কর্মচারী।
ট্যুরিস্ট পুলিশের এসপি আ. খালেক জানান, একটি প্রতিষ্ঠানের ৫৫ জনের একটি টিম কুয়াকাটায় বেড়াতে আসে। সকালে তারা একটি হোটেলে ওঠেন। পরে দুপুর দুইটার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তোড়ে তারা চার বন্ধু সাগরের মধ্যে চলে যায়। পরে তাদের চিৎকার শুনে পাশে থাকা পর্যটকরা টুরিস্ট পুলিশ বক্সে খবর দেন। তাৎক্ষণিকভাবে ওয়াটার বাইকের মাধ্যমে তিনজনকে উদ্ধার করা গেলেও সবুজকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এখনও ট্যুরিস্ট পুলিশ ফায়ার সার্ভিস কর্মী উদ্ধার অভিযান চলাচ্ছে। তবে তার সঙ্গে ঘুরতে আসা তার সহকর্মীদের কাছে সবুজের পরিবারের কারো মোবাইল নাম্বার না থাকায় পরিবারে খবর পৌঁছানো সম্ভব হয়নি।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার আবুল খায়ের বলেন, সংবাদ পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছি। টুরিস্ট পুলিশ ফায়ার সার্ভিস এবং থানা-পুলিশের সমন্বয় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। নিখোঁজ হওয়া পর্যটক সাঁতার জানতেন না বলে জানা গেছে।
আরও পড়ুন: কাজে যোগ দেয়নি হবিগঞ্জের চা শ্রমিকরা
প্রসঙ্গত, গতকাল রোববার একই স্থানে মাহবুবুর রহমান পারভেজ নামের ঢাকার এক পর্যটক নিখোঁজ হয়েছিল। তিন ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারনা, সৈকতের বিচে ছড়ানো-ছিটানো জিও ব্যাগ দেয়ার কারণে জোয়ারের সময় বার বার এমন দুর্ঘটনা ঘটছে।
একাত্তর/এসি