খাগড়াছড়ির গুইমারার তৈইকর্মা এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাতটার দিকে মহালছড়ি থেকে জালিয়াপাড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনাস্থলে নিহত শ্রমিকরা হলেন, মানিকছড়ির গচ্ছাবিল গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. ইলিয়াস (৩৫) ও একই গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে মো. রাজু মিয়া (৩৪)।
এ দুর্ঘটনায় আহতরা হলেন মো. আমিন (৫২), আবু ছালেহ (৩৬), মো. শাহজ্জামান (৪৮), মো. ইউছুফ (৪২) ও ছাদ্দাম হোসেন (৩০)। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: অটোরিকশা চাপায় ডেলিভারিম্যান নিহত
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, কাঠবোঝাই ট্রাকটি মহালছড়ি থেকে জালিয়াপাড়ার দিকে আসছিলো। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা দুইজন নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।
ওসি আরও জানান, স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
একাত্তর/জো