কুমিল্লায় আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেয়া হবে।
৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের স্কুলে স্কুলে গিয়ে টিকা প্রদান ব্যবস্থাপনা করছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
সকাল সাড়ে ৯টায় কুমিল্লা মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাইববুল আল আমিন সাদী।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ মঞ্জুরুল কাদের মনি, কাউসারা জামাস সুমি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিক্ষা সালেহা বেগম।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিুল আল আমিন সাদী জানান, সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৪৬টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ হাজার ৩৯৫ জন শিক্ষার্থীদের টিকা দেয়া হবে আগামী ১৪ দিনের মধ্যে। কুমিল্লার কোন শিশুই টিকা কার্যক্রম থেকে বাদ যাবে না। তাই তিনি সকল অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।
যেসব শিশুদের টিকা দেয়া হবে তাদের মধ্যে ২৩ হাজার ৯১৭ জন ছেলে শিক্ষার্থী এবং ২১ হাজার ৪৭৮ জন মেয়ে শিক্ষার্থী। শিশুরা পাবেন ফাইজারের টিকা।
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল টেকনোলজিস্ট -ইপিআই জহিরুল ইসলাম জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীনে স্বাস্থ্য সহকারীরা স্কুলে গিয়ে টিকা প্রদান করবেন। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক থাকবেন টিকা ব্যবস্থাপনায়। আগামী ৮ দিনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের স্কুলগুলোতে টিকা প্রদান শেষ করা হবে। প্রতি ওয়ার্ডে একটি করে স্কুলে টিকা দেয়া হবে।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, জ্বর এবং এলার্জি থাকলে শিশুদের সুস্থ হবার পর টিকা নিতে হবে। এছাড়া অন্যান্য রোগ সক্রিয় থাকলেও টিকা নেয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন। তবে আমরা অভিভাবকদের আহবান করছি যেন সবাই শিশুকে টিকার আওতায় আনেন।
আরও পড়ুন: খুলবে না রাঙ্গাবালী সদরের দোকানপাট
সিটি কর্পোরেশনের বিদ্যালয়গুলোতে শিশুদের টিকা দেয়ার পর পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।
পরিসংখ্যানে দেখা গেছে, এ পর্যন্ত কুমিল্লা জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৮৫ জন। জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৭৪ জন।
একাত্তর/আরএ