সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

১৪ দিনে করোনার টিকা পাবে কুমিল্লার ৪৫ হাজার শিশু

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০২:০৯ পিএম

কুমিল্লায় আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধক টিকা দেয়া হবে।

৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের স্কুলে স্কুলে গিয়ে টিকা প্রদান ব্যবস্থাপনা করছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

সকাল সাড়ে ৯টায় কুমিল্লা মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাইববুল আল আমিন সাদী।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ মঞ্জুরুল কাদের মনি, কাউসারা জামাস সুমি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিক্ষা সালেহা বেগম।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিুল আল আমিন সাদী জানান, সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৪৬টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ হাজার ৩৯৫ জন শিক্ষার্থীদের টিকা দেয়া হবে আগামী ১৪ দিনের মধ্যে। কুমিল্লার কোন শিশুই টিকা কার্যক্রম থেকে বাদ যাবে না। তাই তিনি সকল অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।

যেসব শিশুদের টিকা দেয়া হবে তাদের মধ্যে ২৩ হাজার ৯১৭ জন ছেলে শিক্ষার্থী এবং ২১ হাজার ৪৭৮ জন মেয়ে শিক্ষার্থী। শিশুরা পাবেন ফাইজারের টিকা।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেডিকেল টেকনোলজিস্ট -ইপিআই জহিরুল ইসলাম জানান, কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীনে স্বাস্থ্য সহকারীরা স্কুলে গিয়ে টিকা প্রদান করবেন। প্রতিটি স্কুলের প্রধান শিক্ষক থাকবেন টিকা ব্যবস্থাপনায়। আগামী ৮ দিনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের স্কুলগুলোতে টিকা প্রদান শেষ করা হবে। প্রতি ওয়ার্ডে একটি করে স্কুলে টিকা দেয়া হবে।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, জ্বর এবং এলার্জি থাকলে শিশুদের সুস্থ হবার পর টিকা নিতে হবে। এছাড়া অন্যান্য রোগ সক্রিয় থাকলেও টিকা নেয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া প্রয়োজন। তবে আমরা অভিভাবকদের আহবান করছি যেন সবাই শিশুকে টিকার আওতায় আনেন।

আরও পড়ুন: খুলবে না রাঙ্গাবালী সদরের দোকানপাট

সিটি কর্পোরেশনের বিদ্যালয়গুলোতে শিশুদের টিকা দেয়ার পর পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে।

পরিসংখ্যানে দেখা গেছে, এ পর্যন্ত কুমিল্লা জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৯৮৫ জন। জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৬৭৪ জন।


একাত্তর/আরএ

কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। 
কুমিল্লা জেলা সিভিল সার্জনকে শোকজ করেছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পাঁচ নম্বর আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এ আদেশ দেন।
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছয় আইনজীবীর জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে চার জন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে...
বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে বিতণ্ডার জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে স্বামী। হত্যার পর স্বামী নিজেই আবার থানায় গিয়ে উপস্থিত হয়ে দেন ঘটনার বর্ণনা।
ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি। জনজীবনে এসেছে যেমন প্রশান্তি, তেমনি ভিজেছে ঢাকার শুকনো রাজপথ। রাজধানীবাসী বলছে, এমন আবহাওয়া আরও কয়েকদিন থাকলে স্বস্তি আসবে পুরো শহরজুড়ে।
স্থাপত্যবিদ্যার তরুণ শিক্ষার্থীদের উৎসাহ দিতে তিন জন শিক্ষার্থীকে ‘কেএসআরএম অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে।
অনির্দিষ্টকাল, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট, ইউআইইউ,
রাশিয়ার কুরস্ক অঞ্চল সম্পূর্ণভাবে পুনর্দখলে নেওয়ার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রুশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত