সাভারের বহুল আলোচিত বন্ধ থাকা হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ অক্টোবর) ভোরে তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচর এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকা হলমার্ক গ্রুপের ভেতরের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত হলমার্ক গ্রুপের নিরাপত্তা প্রহরী রয়েল সরকার (৩৫) কুড়িগ্রামের কচাকাটা থানার সাতানা গ্রামের মৃত রহমতউল্লাহর ছেলে। প্রতিষ্ঠানের ভেতরে থেকেই তিনি নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করতেন।
সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা জানান, ভোরে হলমার্ক গ্রুপের ভেতরের জঙ্গলে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ওই নিরাপত্তাকর্মীকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: মেহেরপুরে এনজিও কর্মচারী নিখোঁজ, ম্যানেজারকে গণধোলাই
তিনি আরও জানান, রাতে জুয়া খেলার সময় দ্বন্দ্বের জেরে তাকে গলায় গামছা পেঁচিয়ে ও মাথায় আঘাত করে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ ফেলে পালিয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। পাশাপাশি সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
একাত্তর/জো