কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ভাংনা এলাকায় চোর সন্দেহে অজ্ঞাত (৩৫) এক তরুণকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।
রোববার (৯ অক্টোবর) ভোরে স্থানীয় লোকজন অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানতে চাইলে দৌড়ে পালাতে গিয়ে ভাংনা খালে পড়ে যান তিনি। পরে আশেপাশের লোকজন মিলে তাকে পিটিয়ে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে প্রেরণ করে। মরদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ সভাপতি ও ব্যবসায়ীর মৃত্যু
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশীদ জানান, এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
একাত্তর/জো