নেত্রকোণার কেন্দুয়ায় এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে খুন করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
জানা গেছে, নিহত সাদ্দাম হোসেন (১৭) ওই গ্রামের কাজল মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, রাত অনুমান ১১ টার দিকে সাদ্দাম বাড়ির পাশের রাস্তায় বসে মোবাইল দেখছিল। এসময় কে বা কারা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কুয়াকাটা সৈকতে দেখা গেলো ‘লংফিন ব্যাট ফিস’
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
একাত্তর/জো