রংপুরের পীরগঞ্জ উপজেলার বিটিসি মোড়ে বকুল মিয়ার ইট ভাটায় বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্ল্যাহপুর উপজেলার কবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিল (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (২২), চকনদি গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), আলামিনের ছেলে শাহাদত মিয়া (২২) ও আয়নাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।
আরও পড়ুন: সাতক্ষীরায় এক কেজি স্বর্ণসহ সীমান্তে একজন আটক
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় জানান, আব্দুল জলিল মিয়া ইট ভাটায় ঘাস কাটছিলেন। অন্যরা ইট পরিবহন শ্রমিক হিসেবে মহেন্দ্র ট্রলিতে ইট তুলছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই সবাই নিহত হন।
একাত্তর/আরএ