লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আট জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাখাইন বাবু বাদি হয়ে মৎস্য আইনে আটকদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। এদিন বিকেল তিনটার দিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, আটককৃতরা হলেন রামগতির উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরের টাংকি সমাজের ইব্রাহিম মাঝির ছেলে দিদার হোসেন (২৬), দুলাল মাঝির ছেলে জুয়েল মিয়া (২৬), দিদার হোসেনের ছেলে বাপ্পি মিয়া (২১), আব্দুর রউফের ছেলে মো. আলাউদ্দিন (৩০), এনামুল হকের ছেলে রিদন মিয়া (২৫), শফিক উল্যার ছেলে আনোয়ার হোসেন (২১), আলী হোসেনের ছেলে ইব্রাহিম খলিল (২৮) ও শহিদুল ইসলামের ছেলে মো. মাঈন উদ্দিন (২৬)।
নৌ-পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত থেকে বুধবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত নৌ-পুলিশের টিম মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে। এ সময় টাংকি মাছঘাট এলাকার মেঘনা নদীতে পৃথক নৌকা থেকে ওই জেলেদের আটক করা হয়। তারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিলেন। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ইলিশ, দুইটি ইঞ্জিন চালিত নৌকা ও ৭৫ হাজার বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: পোশাক কারখানার লোহার গেট চাপা পড়ে দুই শিশু হতাহত
বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মদ জানান, আটক জেলেদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করে তাদেরকে রামগতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত নৌকা ও জাল নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় আহম্মদিয়া তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে।
একাত্তর/জো