সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

রামগতির মেঘনায় ইলিশ ধরার সময় আট জেলে আটক

আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৮:৪০ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় আট জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। 

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাখাইন বাবু বাদি হয়ে মৎস্য আইনে আটকদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। এদিন বিকেল তিনটার দিকে বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আরও জানান, আটককৃতরা হলেন রামগতির উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচরের টাংকি সমাজের ইব্রাহিম মাঝির ছেলে দিদার হোসেন (২৬), দুলাল মাঝির ছেলে জুয়েল মিয়া (২৬), দিদার হোসেনের ছেলে বাপ্পি মিয়া (২১), আব্দুর রউফের ছেলে মো. আলাউদ্দিন (৩০), এনামুল হকের ছেলে রিদন মিয়া (২৫), শফিক উল্যার ছেলে আনোয়ার হোসেন (২১), আলী হোসেনের ছেলে ইব্রাহিম খলিল (২৮) ও শহিদুল ইসলামের ছেলে মো. মাঈন উদ্দিন (২৬)।

নৌ-পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত থেকে বুধবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত নৌ-পুলিশের টিম মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে। এ সময় টাংকি মাছঘাট এলাকার মেঘনা নদীতে পৃথক নৌকা থেকে ওই জেলেদের আটক করা হয়। তারা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করছিলেন। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি ইলিশ, দুইটি ইঞ্জিন চালিত নৌকা ও ৭৫ হাজার বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন: পোশাক কারখানার লোহার গেট চাপা পড়ে দুই শিশু হতাহত

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফেরদৌস আহম্মদ জানান, আটক জেলেদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করে তাদেরকে রামগতি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত নৌকা ও জাল নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় আহম্মদিয়া তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়েছে। 


একাত্তর/জো

লক্ষ্মীপুর মাদ্রাসায় যাওয়া-আসার পথে বখাটেদের অত্যাচারে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লক্ষ্মীপুরে দুর্বৃত্তের আগুনে এক গৃহস্থের তিনটি গরু পুড়ে মারা গেছে। আগুনে পুড়ে গেছে গোয়ালঘরও। 
লক্ষ্মীপুরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে তার পালক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত