সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

খুলনায় দু’দিনের পরিবহন ধর্মঘটে দুর্ভোগে মানুষ

আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১০:৫৪ পিএম

খুলনায় চলছে দুই দিনের পরিবহন ধর্মঘট। বৃহস্পতিবার রাতে আকস্মিকভাবে ধর্মঘটের ঘোষণা আসে। বাস ধর্মঘটের পাশাপাশি খুলনায় চলছে যাত্রীবাহী লঞ্চ ধর্মঘটও। এই পরিবহন ধর্মঘটের কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বিএনপি নেতারা বলছেন, শনিবার বিএনপি'র খুলনায় বিভাগীয় সমাবেশ পণ্ড করতেই সরকারের হয়ে পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দিয়েছে। 

তবে, মালিক ও শ্রমিক নেতারা বলেছেন, এই ধর্মঘট জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ আর রাস্তায় তিন চাকার বাহন চলা বন্ধের জন্যে ডাকা হয়েছে। 

বৃহস্পতিবার মধ্যরাতে খুলনায় হঠাৎ করেই বস ধর্মঘটের ডাক দেয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সকালে রাস্তায় বেরিয়ে বিপাকে পড়ে মানুষ। বাসের অভাবে অনেকেই টার্মিনালে বসে থাকেন।

এই ‘পরিবহন ধর্মঘটের’ কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। খুলনায় কোনো গাড়ি প্রবেশ ও খুলনা থেকে বিভিন্ন রুটে গাড়ি ছেড়ে না যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

ইজিবাইক ও ভ্যানে করে যাতায়াত করছেন অনেক মানুষ। সেগুলোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেকেই পায়ে হেঁটে চলাচল করছেন। 

কেন মানুষের এই দুর্ভোগ তা জানতে খুলনার বাসস্টান্ডে গিয়ে কোন মালিক বা শ্রমিক নেতার দেখা মেলেনি। কাজ না থাকায় সেখানে ক্রিকেট খেলছেন পরিবহন শ্রমিকেরা।

এদিকে, ধর্মঘটের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে খুলনা বিএনপি নেতাকর্মীরা। এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, শনিবারের গণসমাবেশ বাধা দিতেই এই ধর্মঘট ডাকা হয়েছে।

তারা বলেন, সরকারের চাপে ডাকা এই ধর্মঘটকে উপেক্ষা করেই নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসতে শুরু করেছেন। কোন বাধা গণসমাবেশকে আটকাতে পারবে না। 

আরও পড়ুন: খুলনায় অপ্রীতিকর কিছু হলে দায় সরকারের: ফখরুল

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা আরও দাবি করেন, বৃহস্পতিবার রাতে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে মোট ৬০ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ।

এনিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, শান্তি ভঙ্গের আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে টেলিফোনে মালিক-শ্রমিক নেতারা জানান কারো চাপে তারা ধর্মঘট ডাকেনি। 


একাত্তর/এসি


সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারা সবাই খুলনার কয়রার বাসিন্দা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগ ও নতুন নিয়োগসহ ছয় দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে শিক্ষার্থীদের দু'টি বাস রাজধানীর উদ্দেশে রওনা হয়েছে। 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) ছাত্রদলের সদস্য ফরম বিক্রিতে ছাত্রশিবিরের বাধা দেওয়ার ঘটনার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত আহত...
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনকে মূল লক্ষ্য ধরে সংস্কার করতে হবে। যতোটুকু সংস্কার প্রয়োজন, সেটুকু করে দ্রুত নির্বাচন দিন।...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত