সেকশন

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
 

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১১:২৪ এএম

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহে এক আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে দুদকের সমন্বিত কার্যালয় ঝিনাইদহের সহকারী পরিচালক বাদি হয়ে মামলাটি করেন।

মামলা বিবাদি হলেন- ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ।

মামলার এজাহার থেকে জানা যায়, হিরণের বিরুদ্ধে এক কোটি ৩৩ লাখ ৯৪ হাজার ৩৩৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

হিরণ ঝিনাইদহ জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদে ১৯৮৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন আসছেন। 

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ নামে ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে ১৮ লাখ টাকার জমি এবং এক কোটি ২০ লাখ টাকা মূল্যমানের বাড়ি নির্মাণসহ মোট এক কোটি ৩৮ লাখ টাকার স্থাবর এবং প্রায় ২৩ লাখ টাকার অস্থাবর সম্পত্তি অর্জন করেছেন।

মামলার এজাহার থেকে আরও জানা যায়, হিরণ সম্পদ অর্জনের উৎস হিসেবে সম্মানিভাতা, গৃহ সম্পত্তি, কৃষি, জমি বিক্রিসহ বিভিন্ন খাত থেকে তার ৪৫ লাখ টাকা আয় পাওয়া যায় বলে জানিয়েছেন। একই সঙ্গে পারিবারিক ব্যয়সহ অন্য খাতে তার ব্যয় পাওয়া যায় ১৬ লাখ টাকা।

আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে আবারও গুলি, রোহিঙ্গা নিহত

এদিকে আয়-ব্যয়ের হিসাব বাদ দিলে তার সঞ্চয় থাকে ২৯ লাখ টাকা। এর বিপরীতে তার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায় মোট এক কোটি ৬১ লাখ টাকা। 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান হিরণ জানান, একটি স্বার্থান্বেষী মহল দুদকের কাছে ভুল তথ্য দিয়েছে। আমি আইনিভাবে বিষয়টি মোকাবেলা করবো।


একাত্তর/এসি

সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তারা সবাই খুলনার কয়রার বাসিন্দা।
দেশে আর কোনো ফ্যাসিস্টদের আস্তানা গড়তে দেওয়া হবে না, আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম ও দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
অবৈধভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক দুই ভিসিসহ চার শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের অনশন ও তীব্র আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি মে মাসের আট তারিখে হওয়ার কথা ছিল। 
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে সিটি করপোরেশন ঘোষণার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) জেলা প্রশাসক হোসনা আফরোজা এ-সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। 
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নাম ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পেহেলগামকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে জমে উঠে বাকযুদ্ধ। নয়াদিল্লি ও ইসলামাবাদ থেকে প্রতিদিনই শোনা যাচ্ছে রণহুঙ্কার। ভয়াবহ নেই সন্ত্রাসী হামলা নিয়ে আবারও মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত