সেকশন

সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
 

চাঁপাইনবাবগঞ্জে নেশার টাকা না পেয়ে আত্মহত্যার অভিযোগ

আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ০৬:৫৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা বলছেন, নেশার টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন তিনি। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে সেরাজুল ইসলাম (৪৮) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া মন্ডলপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান সেরাজুল ইসলাম। পরদিন সকালে দরজা খুলে দেখা যায় টিনের ঘরের চালার বাঁশের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ ঝুলছে। 

পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মৃতের বড় ভাই নাইমুল ইসলাম জানান, তার ভাই নেশা করতেন। ১০-১২ বছর আগে বিয়ে হলেও নেশার কারণে তার বউ তাকে ছেড়ে চলে যান। তিনি নিয়মিত হেরোইন ও ফেনসিডিল সেবন করতেন। 

এমনকি, নেশার টাকা না দিলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবেন বলে সেরাজুল বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন বলে জানান নাইমুল। তবে কারো সাথে তার কোন বিরোধ ছিল না। 

আরও পড়ুন: রংপুরে বিএনপির সমাবেশের আগে বাস বন্ধের ঘোষণা

রানিহাটি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম বলেন, পরিবারের থেকে নেশার জন্য দৈনিক ২০০ টাকা করে নিতেন সেরাজুল। বিভিন্ন সময়ে টাকা না দিলে আত্মহত্যা করার হুমকি দিতেন তিনি। এমনকি হাতে দড়ি নিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্যও দেখেছে এলাকাবাসী। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান মুঠোফোনে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে নেয়া হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। হতাহত সবাই চালক ও সহকারী।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের কাছ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূর ‘ভূত তাড়াতে’ গিয়ে এক কবিরাজ খুন হয়েছেন। স্থানীয়দের ভাষ্য, অদ্ভুত এই কবিরাজির পেছনে রয়েছে পরকীয়া। কবিরাজ ও গৃহবধূকে আপত্তিকর অবস্থায় দেখার পর তার স্বামী সন্তান কুপিয়ে হত্যা...
চাঁপাইনবাবগঞ্জে একটি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের ওপর অতর্কিতভাবে বোমা হামলা করা হয়েছে। এতে ওই ইউপি চেয়ারম্যানসহ পাঁচ জন আহত হয়েছেন।
ঢাকার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আগামী অর্থ-বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত