সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার দুই

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৭:২২ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি মাদ্রাসার নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনীপাড়া এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাতে ওই মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে বোদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে দুই যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি উপজেলার বড়শশী ইউনিয়নে। তিনি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের একটি আলিম মাদ্রাসার ছাত্রী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ঘোড়ামারা কলোনীপাড়া এলাকার ফিরোজ আলী (২৭) ও একই এলাকার মারুফ হোসেন (২১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে ওই ছাত্রী মাদ্রাসায় প্রাইভেট পড়ে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ এলাকা থেকে বাসায় ফিরছিলেন। বড়শশী ইউনিয়নের সাকাতীপাড়া এলাকায় ফিরোজ ও মারুফ নামে স্থানীয় দুই যুবক তাকে মারুফ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তির চা বাগানে নিয়ে যান। 

আরও পড়ুন: টিসিবির বস্তা দেখে শিশুধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার

সেখানে তারা ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে ফিরোজ ও মারুফ পালিয়ে যান। বাসায় গিয়ে বিষয়টি জানালে ওই ছাত্রীর বাবা রাতেই ওই দুই যুবককে আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, ২২ ধারায় ওই মাদরাসা ছাত্রীর জবানবন্দী নেয়া হয়েছে। গ্রেপ্তার দুই যুবক তাদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন ও তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে
নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে দ্বিতীয় বারের মতো আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগ, গভীর রাতে দুর্বৃত্তরা এই আগুন দিয়েছে। আগুনে...
পঞ্চগড়ে ব্যাটারিচালিত ইজিবাইক চুরি করতে গিয়ে এক যুবক ধরা পড়েছেন। পরে তার মোবাইল ফোন ঘেঁটে দেখা গেছে, তিনি একজন ধর্ষক ও ভয়ঙ্কর খুনি। সেই সঙ্গে রহস্য উন্মোচন হয়েছে এক ক্ষত বিক্ষত নারীর মৃত্যুর কারণও।
পঞ্চগড় সীমান্তে কাঁটাতারের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তের ওপারে চোরাইপথে গরু আনতে গেলে বিএসএফ গুলি করে। এসময় অন্যরা...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত পঞ্চগড়ের শহীদ সুমন ইসলামের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্ত করতে দাফনের পাঁচ মাস পর কবর থেকে মরদেহটি তোলা...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত