সেকশন

রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
 

সিরাজগঞ্জে যমুনার ভাঙনে বিলীন বড় এলাকা

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ০১:১৪ পিএম

সিরাজগঞ্জ সদরে আবারো শুরু হয়েছে যমুনা নদীর ভাঙন। এরই মধ্যে নিঃস্ব হয়েছেন এলাকার অর্ধশতাধিক মানুষ। শঙ্কায় দিন কাটাচ্ছেন বহু মানুষ। 

ভুক্তভোগীদের অভিযোগ, অবৈধভাবে নদী থেকে বালু তোলায় তাদের এই দুর্ভোগ। হামলা আর মামলার ভয়ে বালু তোলার প্রতিবাদ করারও সাহস পাচ্ছেন না কেউ। 

তবে, পানি উন্নয়ন বোর্ড বলছে ভিন্ন কথা। তারা বলছে, শুধু বালু তোলা নয়, নদীর গতিপথ পরিবর্তনে এমন ভাঙন শুরু হয়েছে। 

গত বছর যমুনার ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার শিমলা, পাঁচঠাকুরী বালিঘুঘরি এলাকার অসংখ্য বসতভিটাসহ ফসলি জমি। 

এরপর কিছুদিন দীর্ঘদিন বন্ধ ছিলো ভাঙন। গত রোববার নতুন করে ভাঙন শুরু হয়েছে যমুনায়। এরই মধ্যে নদীতে চলে গেছে প্রায় ১০টি বসতবাড়ি। 

সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকার শাহজাহান মোড়ের অনেকেই ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নেয়ার চেষ্টা করছেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। 

ইতোমধ্যে আশপাশের ২০/২৫টি বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। পাশের নদীতীর রক্ষা বাঁধের ওপরে নির্মিত রানীগ্রাম-রতনকান্দি আঞ্চলিক সড়কটিও ভাঙন ঝুঁকিতে রয়েছে।

ভাঙনে এরই মধ্যে ১০০ থেকে ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। 

তিনি বলেন, ভাঙনরোধে জিওব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি, দুই একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালীরা। এতেই বিপত্তি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডও নির্বিকার। স্থানীয়রা প্রতিবাদ করলে মিলছে হামলা মামলার হুমকি। 

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, এই অঞ্চলে বালু মহাল আছে কিনা, তা তাদের জানা নেই। তবে বালু উত্তোলনের কারণে নদী ভাঙছে না, নদী ভাঙছে গতিপথ পরিবর্তনের কারণে। 

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কর্মকার জানান, ওই একই স্থানে গত বছর ভেঙে গেলে অস্থায়ীভাবে মেরামত করা হয়েছিলো। 

আরও পড়ুন: ইলিশ নয়, জেলের জালে ধরা পড়ছে বড় পাঙ্গাশ

স্থায়ী মেরামতের জন্য দরপত্র আহ্বান করা হলেও কাজ শুরু হয়নি। রোববার ভোর থেকে যমুনা নদীর উল্টো স্রোত পূর্বের ভাঙন স্থানে আঘাত হানে। ফলে সেখানে ভাঙন দেখা দিয়েছে।

এদিকে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙন ঠেকাতে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা একই সাথে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিও জানিয়েছেন তারা। 


একাত্তর/এসজে

সিরাজগঞ্জে ধানক্ষেত থেকে নিখোঁজ রাশিদুল নামে এক পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ক্লু লেস হিসেবে থেকে যাওয়া মামলাটির রহস্য উদঘাটন হয়েছে। পুলিশ জানায়, মো. সেলিম হোসেন নামে এক ব্যক্তির...
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই শীর্ষ নেতাসহ আট জনকে বহিষ্কার করা হয়েছে। তাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্র। 
জামিনের পর মারধরের শিকার সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু  হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে। 
হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজ। কারাগার থেকে বের হতেই তাকে এক দল তরুণ মারধর...
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভুল তথ্য প্রচারের সংখ্যা আগের প্রান্তিকের চেয়ে ২১ শতাংশ বেড়েছে। পাশাপাশি গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে।
আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে, একটি কুচক্রী মহলের হাত থেকে বোর্ডের তহবিল নিরাপদ রাখতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে...
বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। সফররত দেশটির কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানালেন, নতুন করে বিএনপির সঙ্গে তাদের সম্পর্ক গভীর হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত