নীলফামারীতে বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় কোটি টাকার অর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের পঞ্চপুকুর বাজারে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওই বাজারের ইজারাদার ও মা মেডিসিন স্টোরের মালিক মোখলেছুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে বাজারের মিরাজ উদ্দিনের হার্ডওয়্যারের দোকান থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত, পরে দ্রুত তা চারিদিকে ছড়িয়ে পড়ে।
এতে ওই বাজারের ব্যবসায়ী মসফিকুর রহমান লাকুর ওয়াল্টন শো রুম, নান্নু মিয়ার নিরব ক্লোথ স্টোর, জাহাঙ্গীর আলমের জাহাঙ্গীর ক্লোথ স্টোর, মো. সেলিম মিয়ার সেলিম টেলিকম, মিন্টু রহমানের ডাজ বাংলা এজেন্ট পয়েন্ট, জিয়াউর রহমানের বীজ ভাণ্ডার, ডা. আব্দুস সালামের দন্ত চিকিৎসক চেম্বার, জাহাঙ্গীর হোসেনের সার-কীটনাশক, সাফিয়ার রহমানের মুদি দোকান পুড়ে গেছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
আরও পড়ুন: বিজিবিকে শৃঙ্খলা ও কমান্ড মেনে চলার আহবান প্রধানমন্ত্রীর
নীলফামারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মিয়ারাজ উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের একটি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলমান রয়েছে।
পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ওয়াহেদুল ইসলাম জানান, আগুনে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। আর্থিকভাবে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে।
একাত্তর/আরবিএস