সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
 

এক মাস পর রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৮ পিএম

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। বুধবার রাত ১১টার পরপরই শুরু হয় বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। এরপর সাথে সাথেই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হয়। 

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১১টার পরপরই ফের উৎপাদন গেছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটি। এর আগে এ নিয়ে চলে কয়েকদিনের টানা স্টার্টআপ প্রক্রিয়া। টেকনিকাল নানা প্রক্রিয়া শেষে বুধবার রাতেই তাপ বিদ্যুৎকেন্দ্র চালুর পাশাপাশি চাহিদানুযায়ী উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে জাতীয় গ্রিডে।

তাপ বিদ্যুৎকেন্দ্রে আমদানীকৃত কয়লা মজুদে/সংরক্ষণে ৪টি সেডে সক্ষমতা রয়েছে ১০ লাখ মেট্টিক টন। তবে বর্তমানে ৪টির মধ্যে ২টি সেড প্রস্তুত রয়েছে। 

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ কেন্দ্রের সেডে ৩০/৩৩ হাজার মেট্টিক টন কয়লা মজুদ রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির ফুল লোডে প্রতিদিন কয়লার চাহিদা রয়েছে সাড়ে ৪ থেকে ৫ হাজার মেট্টিক টন। মজুদ কয়লা দিয়ে তাপ বিদ্যুৎকেন্দ্রটি চলতে থাকার মধ্যেই আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইন্দোনেশিয়া থেকে ৫০ হাজার মেট্টিক টন জ্বালানি কয়লা নিয়ে একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরের ফেয়ারওয়েতে আসার সিডিউল রয়েছে। 

image

আরও পড়ুন: ফিলিস্তিনে আরও সাত হাজার বাড়ি নির্মাণ করবে ইসরাইল

উল্লেখ্য, কয়লা সংকটে গত ১৪ জানুয়ারি বন্ধ হয়ে যায় রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রটি। এরপর গত ৮ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া থেকে বিদেশি জাহাজ এম,ভি স্পাইনেল ৩৩ হাজার মেট্টিক টন কয়লা আসার পর সেই জ্বালানি সংকটের কিছুটা নিরসন হয়। 

মুলত রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ১৩২০ মেগাওয়াটের মধ্যে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হয় গত বছরের আগস্টে। এরপর ডিসেম্বর পুরোপুরি চালু হলে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ শুরু হয় জাতীয় গ্রিডে। আর বাকি ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উৎপাদনে যাওয়ার কথা রয়েছে আগামী জুন-জুলাইতে।


একাত্তর/আরবিএস  

বাগেরহাটে ট্রাক চাপায় একটি ইঞ্জিনচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে হাসপাতালে...
পলি জমে কয়েক যুগ ধরে বন্ধ হয়ে আছে রাধালীর খাল। বাগেরহাট জেলার রামপাল উপজেলার এ খালে এক সময় নিয়মিত জোয়ার-ভাটা দেখা যেতো। কিন্তু বর্তমানে পানিশূন্য হওয়ায় পায়ে হেঁটেই খালটি পারাপার হচ্ছে মানুষ। 
বাগেরহাটের রামপালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ফয়লাবাজার বাসস্ট্যান্ডের কাছে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বাগেরহাটে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছে। নিহত দুইজন মোটরসাইকেল আরোহী। এসময় প্রাইভেটকারের তিন যাত্রী আহত হয়েছে। 
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী...
শেরে বাংলা নগর এলাকার সরকারি চার হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে নারীসহ দালাল চক্রের ১৫ সদস্যকে আটক করে সর্বোচ্চ দশ হাজার টাকা অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা...
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
মানিকগঞ্জের শিবালয়ে জিপিএ-৫ না পাওয়ায় তানহা আক্তার নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত