টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই তরুণের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরেকজন।
রোববার ১১টার দিকে গারোবাজার-কাকরাইদ সড়কের হাজীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঘাটাইল উপজেলার টেঁপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির ও রমজান আলীর ছেলে হাবিব।
পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু হাবিব, সাদিক ও সাব্বির মধুপুর রাবার বাগান দেখে বাড়িতে ফিরছিলেন। পথে তাদের মোটরসাইকেলটি হাজীবাড়ি মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই হাবিব ও সাব্বিরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাদিককে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: গাংনীতে কর্তব্যরত পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যু
আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজহারুল ইসলাম জানান, সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ উদ্ধার করে আলোকদিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
একাত্তর/জো