নিজের মন্ত্রণালয় নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় জেলে সম্প্রদায় ও বাঁওড় মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় হাওর-বাঁওড় সমস্যা নিয়ে তিনি এ অসহায়ত্ব প্রকাশ করেন।
মৎস্য উপদেষ্টা বলেন, আমরা জেলেদের মন্ত্রণালয় কিন্তু দেশের হাওড়-বাঁওড়ের মালিক ভূমি মন্ত্রণালয়। তারা হাওড়-বাঁওড় ইজারা দিচ্ছে আর আমাদের মন্ত্রণালয়কে তাদের কাছে চাইতে হয়।
দেশের হাওড়-বাঁওড়ের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর জাতীয় পর্যায়ে সংহতি প্রয়োজন বলে মনে করেন তিনি।
এর আগে সকালে উপজেলার বলুহর বাঁওড় পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, মজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।