ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার পাকশিমুল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকার নুরুল আমীন ও রাজিবের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিলো। এর জের ধরে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসান জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়েছে।