পিরোজপুরের ইন্দুরকানীতে কয়লা বোঝাই একটি ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় দুই উপজেলার কয়েক হাজার মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। এতে কলারন-সন্যাসী-মোরেলগঞ্জ-মোংলা-শরণখোলা রুটসহ একাধিক এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এর আগে শুক্রবার (২০ জুন) দিনগত রাত ৪টার দিকে উপজেলার চন্ডিপুরে মালবাড়ী এলাকায় প্রায় ২৭ টন কয়লা নিয়ে একটি ট্রাক ব্রিজটি পার হচ্ছিলো। কিন্তু সেতুটি অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে এবং ট্রাকটি খালের পানিতে তলিয়ে যায়। ঘটনার পরপরই ট্রাকচালক ও সহকারী পালিয়ে যান।
ব্রিজ ভেঙে পড়ার পর থেকে পুরো রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে ইন্দুরকানী, কলারন, সন্যাসী, মোড়েলগঞ্জ, মোংলা, শরণখোলা এলাকার হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সব শ্রেণির মানুষ এখন চরম ভোগান্তির শিকার। স্থানীয়রা বিকল্প কোনো রাস্তা না থাকায় পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বহুদিন ধরেই ব্রিজটির অবস্থা নাজুক ছিলো। সেতুর গায়ে সতর্কতামূলকভাবে পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধের সাইনবোর্ড থাকলেও ব্রিজের অপর পাশে আরোয়ান নামে একটি ইটের ভাটা তা উপেক্ষা করে ভারী ট্রাকে করে জ্বালানি হিসেবে কয়লা আনা-নেয়া করতো। স্থানীরা বারবার অভিযোগ করার পরেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, ব্রিজ ভেঙে পড়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে লোক পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা চলছে। পাশাপাশি ইতোমধ্যে ফেরি বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে, তাদের কাছ থেকে একটি ক্রেন এনে ব্রিজটি মেরামত করা হবে। তাছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।