একাত্তর টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনির বাড়িতে দিনেদুপরে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান রনির স্ত্রী সাহানা আক্তার জোসনা।
তিনি আরও জানান, এদিন সকালে মোটরসাইকেল যোগে দুইজন ছিনতাইকারী আসে এবং বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় রনি বাড়িতে ছিলেন না এবং পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে বাড়ির উঠানে কাজ করতে থাকা সাহানার পেছন থেকে এসে তার গলা থেকে হঠাৎ করেই চেন টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
এসময় তাদের প্রতিরোধ করার চেষ্টা করেন সাহানা। তিনি চিৎকার করলে প্রতিবেশী মাহাবুল শেখের স্ত্রী কানিজ ফাতেমা এসে ছিনতাইকারীদের গতিরোধ করার চেষ্টা করেন। তবে টানাহেঁচড়ার একপর্যায়ে ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও চেইন উদ্ধারের আশ্বাস দেয়।