সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

দুই যুবকের হেনস্তায় জীবনের ইতি টানলেন ইতি দাস

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১০ পিএম

পটুয়াখালীতে কলেজ পড়ুয়া এক তরুণী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে খেতে গিয়ে বখাটেদের হেনস্তার শিকার হয় সে। পরে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এ ঘটনার পর গা ঢাকা দিয়েছে হেনস্তাকারী দুই যুবক।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলার বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ওই তরুণীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাম ইতি দাস (২০)। তিনি বরিশাল সরকারি হাতেম আলী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার জানায়, ইতি সরস্বতী পূজার ছুটিতে বরিশাল থেকে বাড়ি আসে। সোমবার রাতে রাতের খাবার খেতে ডাকা হয়। তবে সাড়া না পেয়ে তার মা দোতলায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পরিবার জানায়, ইতি ঘটনার দিন সরস্বতী পূজা উপলক্ষে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়। দুপুর ১২টার দিকে বন্ধুর সঙ্গে  পাবলিক মাঠ সংলগ্ন একটি রেস্টুরেন্টে যায়। সেখানে হৃদয় ও রায়হান নামে দুই যুবক তাদের নানাভাবে হেনেস্তা এবং বিরক্ত করতে থাকে। তারা স্থানীয় জাতীয় পার্টির নেতার ছেলে।

তারা জানান, তাদের রেস্টুরেন্টে যাওয়ার বিষয়টি মা-বাবাকে জানানো হয়। কিন্তু ওই দুই যুবকের ভয়ে রেস্টুরেন্টে না গিয়ে ৯৯৯ ফোন দেন। পরে বাউফল থানার এসআই শাহীন এসে তাদের থানায় নিয়ে যায় এবং কিছুক্ষণ পরই ছেড়ে দেওয়া হয়।  

তারা আরও জানান, এ ঘটনায় খুবই বিমর্ষ ছিলো ইতি। বিকেল সাড়ে চারটার দিকে ওই বাসায় গিয়ে সরাসরি ঘরের দোতলায় উঠে। এরপর আর নিচে নামেনি।

ইতির কাকাতো ভাই সঞ্জয় দাসের দাবি, মানসিক নির্যাতন ও হেনস্তা সহ্য করতে না পেরে ইতি আত্মহত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িদের ব্যক্তিদের শাস্তির দাবি জানান। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। 

একাত্তর/এসি
নরসিংদীতে নদীর পাড়ে ঘুরতে নিয়ে গিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা করেছে।
পটুয়াখালীর দুমকিতে জুলাই-আগস্ট আন্দোলনে এক শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনেক গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দাবি করা হচ্ছে, গ্রেপ্তার তরুণটি ওই ঘটনার মূলহোতা। এ নিয়ে ওই ঘটনায়...
রাজবাড়ীতে একটি কওমি মাদ্রাসার তিনটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওই প্রতিষ্ঠানের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। থানায় পরিবারের অভিযোগ ও অভিযুক্ত দোষ করলে আদালতে পাঠানো হয়েছে।
দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই দাবিতেসর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ...
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত