নোয়াখালীর সদর উপজেলা আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের সেনাবাহিনী কাছে তুলে দেয়া হয়।
শুক্রবার রাত একটার দিকে সুধারামপুর থানা, আন্ডারচর ইউনিয়নের আন্ডারচর গ্রামে ১৫-২০ জন ডাকাতদল দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে।
এ সময় স্থানীয় জনতা ডাকাতদের ধাওয়া করলে তিনজন ছাড়া বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের মারধোর করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
আটক তিনজন হলেন- রাসেল, নুরুদ্দিন এবং তারেক। আটকের সময় তাদের কাছ থেকে দুইটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাতে ডাকাতির জন্য আন্ডারচর এলাকায় ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় স্থানীয়রা তাদের ধাওয়া দিলে ওই তিনজন ধরা পড়েন।
পরে সুধারাম থানা ক্যাম্প কমানডার ওয়ারেন্ট অফিসার নাসিরের নেতৃত্বে দুইটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনে উদ্ধারে করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আসামিদের প্রত্যেককে দুইমাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।