ব্রাহ্মণবাড়িয়ায় নিজ ঘর থেকে এক গৃহবধূসহ তার শিশু দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু কীভাবে তাদের মৃত্যু হলো এ ব্যাপারে পরিবারে কেউ কিছু জানে না বলে দাবি করেছে।
বুধবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
তারা হলেন- ঘাটুরা গ্রামের সরকার বাড়ির আশরাফ মিয়ার স্ত্রী শারমীন আক্তার (২৬) ও তার শিশু সন্তান রওজা আক্তার (৫) ও নওরীন আক্তার (৩)।
প্রতিবেশীরা জানান, বাড়ির লোকের কান্নার আওয়াজ পেয়ে ঘটনাস্থলে যান। পরে মা ও সন্তানদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহবধূর মা জানান, মেয়ে ও নাতিনীদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তাই এ ঘটনার তদন্তের দাবি জানান তিনি।
সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, পরিবার থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।