দ্বাদশ সংসদ নির্বাচনের কিশোরগঞ্জের সংসদীয় ছয়টি আসনের মধ্যে তিনটির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ প্রার্থীসহ ১০ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
রোববার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের এ তথ্য জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
তিনি জানান, হলফনামায় মামলা ও ব্যাংক ঋণের তথ্য গোপন করায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি দলীয় দুই বারের সাবেক এমপি এবারের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
আর মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খানের মনোনয়ন বাতিল হয়েছে। ২০ জনের মনোনয়ন গ্রহণ করা হয়েছে।
যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন- কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র), শরীফ আহাম্মদ সাদী (স্বতন্ত্র) ও আবুল কাসেম (বাংলাদেশ কংগ্রেস)।
কিশোরগঞ্জ-২ আসনে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন (স্বতন্ত্র),আশরাফ আলী (গণতন্ত্রী পার্টি) ও আহসান উল্লাহ (তৃণমূল বিএনপি)।
কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান (আওয়ামী লীগ), শামীম আহমেদ (স্বতন্ত্র), রুবেল মিয়া (স্বতন্ত্র) ও ব্যারিস্টার গোলাম কবীর ভুঞা (স্বতন্ত্র)।
রিটার্নিং অফিসার জানান, অন্যদের দাখিল করা এক শতাংশ ভোটার তালিকার গড়মিল থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সোমবার কিশোরগঞ্জের ৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।