সেকশন

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্নে ফিরছে মানুষ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ পিএম

ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি ছুটছে মানুষ। ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা সেতুর টোলপ্লাজা থেকে কাচপুর সেতু পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীর চাপের পাশাপাশি বেড়েছে যানবাহনের চাপ। তবে মহাসড়কের কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে যেতে পারছেন।

সোমবার সরেজমিন, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা চট্টগ্রামগামী প‌রিবহনগু‌লো বি‌রতিহীন চলাচলের কারণে কোনো ভোগা‌ন্তি বা যানজট ছাড়াই অনায়া‌সে মেঘনা সেতু পার হচ্ছে। একইভা‌বে চট্টগ্রাম থেকে ছে‌ড়ে আসা ঢাকাগামী প‌রিবহনগু‌লোও স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে। জেলা প্রশাসন ও পু‌লিশ প্রশাস‌নের সম‌ন্বিত উদ্যো‌গের কার‌ণে এবার স্বস্তি নিয়ে বা‌ড়ি ফির‌ছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষ। 

এদিন সকাল‌ থে‌কে মহাসড়‌কের কোথাও কোনো প‌রিবহ‌নের ধীরগ‌তি বা চাপ দেখা যায়‌নি। হাইওয়ে পুলিশ বলছে, এবারের ঈদযাত্রা উপলক্ষে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ও যত্রতত্র যাত্রী ওঠানামা, সড়ক দখল করে যানবাহন পার্কিংসহ বিভিন্ন সমস্যা সমাধানে ডিভাইডার দিয়ে আলাদা লেন করা হয়েছে। এছাড়া যেসব স্থানে যানজটের শঙ্কা রয়েছে সেখানে ইউটার্ন দেওয়া হয়েছে। এতে যানজট অনেক কমে গেছে। তাছাড়া এবারের ঈদকে আরও স্বস্তির করতে মেঘনা টোল প্লাজায় নতুন করে ছয়টি কাউন্টার বাড়ানো হয়েছে। এসব কারণে এবার মহাসড়কে আগের মতো যানবাহনের চাপ নেই।

কুমিল্লাগামী স্টার লাইন পরিবহনের যাত্রীরা বলেন, কাচঁপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত মহাসড়‌কে কোথাও কোনো যানজট পাইনি। চির‌চেনা মহাসড়ক এবার ঈদযাত্রায় স্ব‌স্তি দি‌য়েছে। 

চট্টগ্রামগামী সোহাগ পরিবহনের চালক আব্দুল মালেক জানান, ঈদের আগের এই সময় মহাসড়‌কে যানজট থাক‌তো। কিন্তু সড়ক উন্নয়ন আর প্রশাস‌নের হস্ত‌ক্ষে‌পে এবার যানজটমুক্ত। কোথাও কোনো সমস‌্যা হ‌চ্ছে না। 

কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রেজাউল হক জানান, স্বাভা‌বিক গ‌তি‌তেই গাড়ি চলছে। যেসব পয়েন্টে যানজটের শঙ্কা আছে, সেখানে বাড়তি পুলিশ নিয়োজিত আছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর থেকে বস্তাবন্দী অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, পাঁচ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফাদফার চেষ্টা করা হয়েছে। 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান, একটি গ্যাস গাস ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 
‘আসল পুলিশ’ পরিচয়ে অনেক অনৈতিক কর্মকাণ্ডের পর দেখা গেছে দুর্বৃত্তের সেই পরিচয়টি ছিল নকল। কিন্তু এবার ঘটলো এর উল্টো। আসল পরিচয় দিয়ে ডাকাতির পর দেখা গেলো দুর্বৃত্ত সত্যিই আসল পুলিশ। পুলিশের গাড়ি,...
সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা, হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক হিসাবের ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা ফ্রিজ...
বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
জাতীয় সংসদ নির্বাচনের কাজ যাতে ব্যাঘাত না হয় ও প্রবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে এবং কর্তৃপক্ষের ভরসায় বুধবারের ‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি স্থগিত করেছে ইসি কর্মীরা।
বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত