মেহেরপুরে ২০১৩ সালে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার করা মামলায় জামায়াতের ২০০ নেতাকর্মী খালাস পেয়েছেন।
সোমবার দুপুরে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার সব আসামিদের খালাস দেন।
এদিন জামায়াতের সামাজিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রউফ মুকুল, পৌর জামায়াতের আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাশার, গাংনী পৌর জামায়াতের সাবেক আমির আব্দুল মজিদসহ ২০০ নেতাকর্মী আসামি হিসেবে আদালতে উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল বলেন, নেতাকর্মীদের নামে গেলো ১৬ বছর ৮৬টি মামলা দায়ের হয়েছিল। এই মামলার মাধ্যমে ১১টি মামলায় তারা খালাস পেলেন।
তার আশা, দায়ের করা সব মামলা থেকে আদালতে দ্রুতই খালাস পাবেন দলটির নেতারা।