সেকশন

রোববার, ২৩ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
 

চন্দ্র-নবীনগর সড়ক অবরোধ, বিকল্প পথে চলছে যান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। উত্তরবঙ্গ ও ঢাকার সঙ্গে যান চলাচল হচ্ছে বিকল্প পথে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে মহাসড়কে অবস্থান নেন পোশাক শ্রমিকরা।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। কারখানা কর্তৃপক্ষ এর আগে কয়েকবার দিন-তারিখ ঠিক করেও বেতন পরিশোধ না করে তালবাহানা করছে। তারা বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে গত ২৩ ডিসেম্বর কারখানাটি বন্ধ করে দেয়। এ কারণে তারা আন্দোলন নামতে বাধ্য হয়েছেন।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ওই কারখানার শ্রমিকদের একদিন আগেই বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিয়ে আন্দোলন থেকে সরানো হয়েছিল। কারখানা মালিক পক্ষের অসহযোগিতার কারণেই দ্রুত শ্রমিকদের সড়ক থেকে সরানো যাচ্ছে না। 

একাত্তর/এসি
গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঈদ বোনাস, ছুটির টাকা ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন।
হেড কোয়ার্টার’ পদ পেতে অদ্ভূত কাণ্ড ঘটিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গাজীপুর কর অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল গনি। এক ডেপুটি কমিশনারকে সরিয়ে দিতে, কমিশনার বরাবর ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি...
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। 
গাজীপুরে এক অটোচালক হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলার শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। 
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কক্সবাজারের টেকনাফে সমুদ্রে রোহিঙ্গাদের বহনকারী নৌকাডুবিতে নারীসহ চার রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনেই তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
গণমাধ্যম মালিক, সম্পাদক ও অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলে সাংবাদিকতা ব্যবস্থাকে সাংবাদিকবান্ধব করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রাজবাড়ীর কালুখালীতে ছয় বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে দিপক সরকার (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত