নরসিংদীর বড় বাজারে একটি টেইলার্সে আগুনের ঘটনা ঘটেছে। এতে ব্যবসা প্রতিষ্ঠানটির কাপড়সহ প্রায় সব মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বুধবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বড় বাজারের ডায়মন্ড টেইলার্সে ওই আগুনের ঘটনা ঘটে। পরে রাত পৌনে একটার দিকে তা নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শী জানান, রাতে দোকানের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কাপড়ের দোকান হওয়ায় তা মুহূর্তেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানান, খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষতি আনুমানিক তিন থেকে সাড়ে তিন কোটি টাকা দাবি করা হলেও তা তাৎক্ষণিক নিরূপণ করা যায়নি। আগুনের কারণ সম্পর্কেও পরে বলা যাবে।