নারায়ণগঞ্জে মায়ের সঙ্গে ছাদ বাগানে পানি দিতে গিয়ে তিন তলা বাড়িটির ছাদ থেকে পড়ে আড়াই বছরের একটি শিশু মারা গেছে।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম নাহিদা আক্তার। সে ওই এলাকার সোহেলে মেয়ে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, মায়ের সঙ্গে ছাদ বাগানে পানি দিতে গেলে হঠাৎ শিশুটি ছিটকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে শিশুটি মারা যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।