কিশোরগঞ্জের মানিকখালী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে জাল টাকা চক্রের সক্রিয় সদস্য মো. আতিকুর রহমান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
শনিবার (১৭ মে) বিকেলে এক বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মানিকখালী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মধ্য ভাগলপুর এলাকার মো. আইয়ুব আলীর ছেলে।
রেলওয়ে থানা পুলিশ জানায়, আতিকুর রহমান এক বছর ধরে ১২ হাজার ৫০০ টাকার বিনিময়ে ৫০ হাজার টাকার সমপরিমাণ জাল নোট কুমিল্লা শহরের চকবাজার এলাকা থেকে জনৈক ব্যক্তির থেকে সংগ্রহ করে বিভিন্ন ব্যস্ততম দোকানে দোকানে সন্ধ্যার পরে অল্প আলোতে কয়েকটি জেনুইন নোটের মধ্যে মিশিয়ে কেনাকাটা করে আসছিলেন।
এছাড়াও চক্রটি ফেসবুক গ্রুপের মাধ্যমে জাল নোট বিক্রির বিজ্ঞাপন প্রচার করতো। এরপর জাল নোটের কারবারিরা অর্থের বিনিময়ে নির্ধারিত স্থান থেকে জাল নোট সংগ্রহ করতো। আতিকুর রহমান জাল টাকা ও জাল টাকার ডিলার পয়েন্ট নামক ফেসবুক পেজের সক্রিয় সদস্য।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া জানান, এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।