সেকশন

রোববার, ২২ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২
 

‎কিশোরগঞ্জে জাল টাকাসহ আতিকুর গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২৫, ০৭:১৪ পিএম

‎কিশোরগঞ্জের মানিকখালী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে জাল টাকা চক্রের সক্রিয় সদস্য মো. আতিকুর রহমান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

শনিবার (১৭ মে) বিকেলে এক বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মানিকখালী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মধ্য ভাগলপুর এলাকার মো. আইয়ুব আলীর ছেলে।

‎রেলওয়ে থানা পুলিশ জানায়, আতিকুর রহমান এক বছর ধরে ১২ হাজার ৫০০ টাকার বিনিময়ে ৫০ হাজার টাকার সমপরিমাণ জাল নোট কুমিল্লা শহরের চকবাজার এলাকা থেকে জনৈক ব্যক্তির থেকে সংগ্রহ করে বিভিন্ন ব্যস্ততম দোকানে দোকানে সন্ধ্যার পরে অল্প আলোতে কয়েকটি জেনুইন নোটের মধ্যে মিশিয়ে কেনাকাটা করে আসছিলেন।

এছাড়াও চক্রটি ফেসবুক গ্রুপের মাধ্যমে জাল নোট বিক্রির বিজ্ঞাপন প্রচার করতো। এরপর জাল নোটের  কারবারিরা অর্থের বিনিময়ে নির্ধারিত স্থান থেকে জাল নোট সংগ্রহ করতো। আতিকুর রহমান জাল টাকা ও জাল টাকার ডিলার পয়েন্ট নামক ফেসবুক পেজের সক্রিয় সদস্য।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া জানান, এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

একাত্তর/আরএ
‎‘দা’ দিয়ে কুপিয়ে পাঁচ রাজাকার হত্যা করা কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাহসী নারী বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।
কিশোরগঞ্জে ভরদুপুরে আইএফআইসি ব্যাংকের ম্যানেজারসহ ছয় জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার ১৯৮তম ঈদুল আজহার জামাত শুরু হবে ঈদের দিন সকাল ৯টায়।
ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত