সাভারের কলেজ রোডে শাহীন নামে এক রঙ মিস্ত্রির মাথায় প্রকাশ্যে গুলি করে হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) রাতে গাজীপুরের গাছা থানার তারগাছ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তার নাম মেহেদী হাসান বলে জানিয়েছে র্যাব।
শুক্রবার (২৩ মে) বেলা ১১ টার দিকে এই তথ্য নিশ্চিত করে র্যাব-৪।
র্যাব জানায়, আগের শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্যাংক কলোনির কামনা অটোমোবাইল গ্যারেজের সামনে শাহীনের মাথায় গুলি করে মেহেদী। পরে তিনি পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে প্রাথমিকভাবে মেহেদীকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান ও পরে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, শাহীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।