ঈদযাত্রায় সাভারের বিভিন্ন সড়কে যানবাহনের অতিরিক্ত চাপে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি দেখা দিয়েছে। পুলিশ বলছে, আজ থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করায় সড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানজট নেই।
বুধবার (৪ জুন) সরেজমিন, দুপুরের পর থেকে সাভারের ঢাকা-আরিচা ও আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।
ট্রাফিক ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর থেকে হেমায়েতপুর পর্যন্ত সাভারমুখী লেনে ছয় কিলোমিটার ও একই সড়কের ব্যাংকটাউন থেকে গেন্ডা পর্যন্ত তিন কিলোমিটার জুড়ে যানবাহন গুলোকে ধীরগতিতে চলতে দেখা গেছে। এছাড়া নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার থেকে নবীনগর পর্যন্ত চার কিলোমিটার উভয় লেনে ও একই মহাসড়কের কবিরপুর থেকে জিরানি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারে যানবাহনে ধীরগতি লক্ষ্য করা গেছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, মঙ্গলবার শিল্পাঞ্চলের অনেক কারখানাতে বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে। বুধবার প্রায় ৬০ শতাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হবে। অবশিষ্ট কারখানা বৃহস্পতিবার ছুটি হয়ে যাবে।
সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ছালেহ আহমেদ বলেন, শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করায় সাভারে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে। ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলসহ বেশ কিছু জায়গায় যানবাহনের ধীরগতি থাকলেও কোথাও যানজট নেই।
ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) গোলাম সারোয়ার বলেন, ঈদযাত্রায় সাভারের সড়কে এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতা নেই, পরিস্থিতি ভালো আছে। তবে সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও কোথাও যানজট নেই৷ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমরা সড়কে কাজ করছি।