সেকশন

বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
 

ফেরি থেকে পড়ে অটোরিকশাসহ নিখোঁজ দুই নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৯:৩৩ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীতে পারাপারের সময় ফেরি থেকে পড়ে সিএনজিচালিত অটোরিকশাসহ দুই নারী যাত্রী নিখোঁজের ১৩ ঘণ্টা পর তাদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

শনিবার (৭ জুন) সন্ধ্যায় ছয়টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে অটোরিকশাসহ তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন রসুলাবাগ এলাকার মেকাদ্দেছ মিয়ার স্ত্রী  খালেদা বেগম (৪০) তার পুত্রবধূ ফারজানা বেগম (১৯)। 

এর আগে একইদিন ভোর চারটার দিকে বিশনন্দী ফেরি ঘাটে অটোরিকশাটি ফেরি থেকে পড়ে যায়। এসময় দুই ছেলে উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন মা ও পুত্রবধূ।

আড়াইহাজার খাককান্দা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) জয়নাল আবেদীন জানান, ঈদের ছুটিতে শুক্রবার রাতে ঢাকা থেকে খালেদা বেগম তার দুই ছেলে ও পুত্রবধূকে নিয়ে অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন। ভোরে বিশনন্দী ফেরিঘাট থেকে ফেরি পারাপারের জন্য অটোরিকশাসহ তারা ফেরিতে ওঠেন। ছাড়ার মাত্র দুই মিনিট পর নদীর স্রোতে ফেরি একটু কাত হলে অটোরিকশাটি পানিতে পড়ে ডুবে যায়। এসময় লোকজন ছেলে কামাল হোসেন ও সাগরকে উদ্ধার করলে অটোরিকশাসহ দুই নারী নিখোঁজ থাকেন। 

তিনি জানান, খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসে সহায়তায় ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১৩ ঘণ্টা ফেরিঘাটের কাছে নদীর তলদেশ থেকে অটোরিকশা ও দুটি মরদেহ উদ্ধার করে।  

তিনি জানান, অটোরিকশার ভেতরে আটকে পড়ায় তারা আর বের হতে পারেনি। মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেরিতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতির খবর পাওয়া গেছে। গৃহস্থের ভাষ্য, এসময় ডাকাতরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী মামুনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত পলাতক আসামি রাসেল ফকিরকে (২৫) আটক করা হয়েছে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মানসিক ভারসাম্যহীন ছেলে ইয়াসীনের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু হয়েছে।
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। বাতিল করা হয়েছে বহু বিমান।
রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বেজায় চটেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের ঘনিষ্ঠ তিন সূত্র জানিয়েছে, ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার...
দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের আগেই মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তিনি একদিনের মধ্যে থামিয়ে দিতে পারেন।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত