সেকশন

শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
 

যশোরে বন্ধুর হাতে বন্ধু খুন, নেপথ্যে অস্ত্র-মাদক-টিকটক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৬ পিএম

যশোর বন্ধুর ছুরিকাঘাতে এক এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, টিকটকে কমেন্ট করা নিয়ে দ্বন্দে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, নিহত যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা শহরের শঙ্করপুর বটতলায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আকাশ (২২)। তিনি ওই এলাকার তোতা মিয়ার ছেলে।

স্বজনরা জানায়, বিকেলে সাব্বির নামে এক বন্ধু তাকে মোবাইলে ফোন করে ডেকে নেয়। তাদের দাবি, টিকটকে একটি পোস্টে কমেন্ট করা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে। 

তারা জানান, আকাশ একই এলাকার সাব্বির ও তানভীরদের সঙ্গে চলাফেরা করতো। সম্প্রতি টিকটক পোস্টে কমেন্ট করা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়।

তারা আরও জানান, মঙ্গলবার বিকেলে সাব্বির মোবাইল ফোনে আকাশ ডেকে নেয়। এরপর রাত একটার দিকে তাকে বটতলা বস্তিতে নিয়ে সাব্বির, তানভির, অনিক, ছোট আকাশ, সোহানসহ ১০/১২জন ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা আকাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী জানান, বন্ধুদের হাতেই হত্যার শিকার হয়েছেন আকাশ। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে। তবে পুলিশ কর্মকর্তারা একাত্তরের ক্যামারার সামনে বক্তব্য দিতে রাজি হননি।

একাত্তর/এসি
মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে এক ওয়ার্ড যুবদল নেতা নিহত হয়েছেন।
কক্সবাজারে রেলওয়ের এক স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে অর্ধলক্ষের বেশি টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে তিনটি হাসপাতালে চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, স্কুল পরিচালনায় কমিউনিটি রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তি ভালো। কিন্তু রাজনীতির কারণে ভালোটি মন্দতে পরিণত হয়েছে। ফলে এখন...
বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ৬৩ ভক্তকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে ৭৫ বছরের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও পরিবারের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যা ঘটে থাকতে পারে।
নারায়ণগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে পরিবারের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে...
লোডিং...
Nagad Ads
সর্বশেষপঠিত

এলাকার খবর


© ২০২৫ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত