যশোর বন্ধুর ছুরিকাঘাতে এক এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, টিকটকে কমেন্ট করা নিয়ে দ্বন্দে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, নিহত যুবকের বিরুদ্ধে অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জেলা শহরের শঙ্করপুর বটতলায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আকাশ (২২)। তিনি ওই এলাকার তোতা মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, বিকেলে সাব্বির নামে এক বন্ধু তাকে মোবাইলে ফোন করে ডেকে নেয়। তাদের দাবি, টিকটকে একটি পোস্টে কমেন্ট করা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে।
তারা জানান, আকাশ একই এলাকার সাব্বির ও তানভীরদের সঙ্গে চলাফেরা করতো। সম্প্রতি টিকটক পোস্টে কমেন্ট করা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়।
তারা আরও জানান, মঙ্গলবার বিকেলে সাব্বির মোবাইল ফোনে আকাশ ডেকে নেয়। এরপর রাত একটার দিকে তাকে বটতলা বস্তিতে নিয়ে সাব্বির, তানভির, অনিক, ছোট আকাশ, সোহানসহ ১০/১২জন ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা আকাশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একেএম শফিকুল আলম চৌধুরী জানান, বন্ধুদের হাতেই হত্যার শিকার হয়েছেন আকাশ। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে। তবে পুলিশ কর্মকর্তারা একাত্তরের ক্যামারার সামনে বক্তব্য দিতে রাজি হননি।