দিনাজপুরের ঘোড়াঘাটে ঢাকাগামী নাবিল বাসের সাথে আমবাহী ও বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
শনিবার (১৪ জুন) ভোররাতে উপজেলার পৌরশহরের নুরজাহান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন তামান্না আক্তার (২২), পিতা হাসেম আলী। অপরজন আমিনুল ইসলাম (৩৫)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক।
তিনি বলেন, শনিবার ভোররাতে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল বাসের সাথে আমবাহী ও বালুবাহী দুইটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হয়। আহতদের ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।