চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত এবং প্রত্যাশা অনুযায়ী পদ না পাওয়া নেতাকর্মীদের ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বেলা সোয়া ১১টায় তারা এ ঘোষণা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের তালা খুলে দিলে দীর্ঘ প্রায় ৩৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এর আেগ কমিটি পুনর্গঠনের দাবিতে রোববার দিবাগত রাত একটা থেকে শুরু হওয়া অবরোধ চলছিল মঙ্গলবার বেলা ১১ টা পর্যন্ত। টানা ৩৪ ঘন্টার অবরোধে স্থবির ছিল ক্যাম্পাস।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বলেন, ছাত্রলীগের নিজেদের অভ্যন্তরীন কোন্দলের কারণে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: অর্থবছরের প্রথম মাসে রপ্তানিতে সুখবর
বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল ইসলাম জানান, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে সজাগ রয়েছেন। ভবিষ্যতে কেউ এভাবে বিশ্ববিদ্যালয় অচলের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রোববার মধ্যরাত থেকেই অবরোধ শুরু করেন পদবঞ্চিতরা। এ সময় হলের কক্ষ ভাঙচুর ও সকালে জিরো পয়েন্টে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
একাত্তর/এসি